অলস অপেক্ষা বাচ্চু বড়ুয়া 23 June 2019 6:56 pm সাগরে মাছধরা বন্ধ রয়েছে। জেলেরা পার করছেন অলস সময়। মাছ ধরার ছোট নৌকাগুলো তাই তীরের কাছাকাছি বেঁধে রাখা হয়েছে। নগরের কাট্টলী রাসমনিঘাট এলাকা থেকে ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া 0 শেয়ার 0 শেয়ার