রামগতিতে জেলের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

0

লক্ষ্মীপুরের রামগতিতে চর আফজাল এলাকায় জেলের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় চররমিজ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও তার ছেলে রিয়াজ হোসেনকে আসামি করা হয়।

শুক্রবার (২১ জুন) রাতে লিটন হোসেন বাদল বাদী হয়ে মামলাটি করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিছুল হক জয়নিউজকে জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জয়নিউজ/আতোয়ার/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM