মৃদুল কান্তি বড়ুয়া

শোক

0

বিএসআরএম-এর বিপণন বিভাগের সিনিয়র কর্মকর্তা অমিত কুমার বড়ুয়ার বাবা মৃদুল কান্তি বড়ুয়া পরলোকগমন করেছেন (অনিচ্চা বত সংখারা)।

নগরের পাঠানটুলীর কলাবাগানে লুম্বিনী ভবনের বাসায় শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পাঠানটুলী সড়কের ডিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী এবং সমমনা সঞ্চয় প্রকল্পের সভাপতি মৃদুল কান্তি বড়ুয়া পটিয়ার মুকুটনাইট গ্রামের মৃত ধীরেন্দ্র লাল বড়ুয়া ও মৃত সুমতি বালা বড়ুয়ার ছেলে।

পটিয়ার মুকুটনাইটে ধাতুচৈত্য বিহারে তার আত্মার সদগতি কামনায় এক অনিত্য সভা শেষে শনিবার সন্ধ্যায় তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

তার মৃত্যুতে মুকুটনাইট ধাতুচৈত্য বিহার কমিটি, জ্ঞানেশ্বর সাংস্কৃতিক সংঘ, মোগলটুলী বড়ুয়া পাড়ার শহীদ মিলন পরিষদ এবং সমমনা সঞ্চয় প্রকল্পের কর্মকর্তা ও সদস্যরা শোক প্রকাশ করেছেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM