সংস্কারকাজ চলায় দীর্ঘদিন ধরে সাগরিকা থেকে নিমতলা পর্যন্ত সড়কের একপাশ বন্ধ রয়েছে। অন্যপাশ দিয়ে চলাচল করছে সব ধরনের যান। এতে এ সড়কে লেগেই রয়েছে যানজট। নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান সময়। কবে সড়কের সংস্কার শেষ হবে আর উভয়পাশ যান চলাচলে উন্মুক্ত হবে, প্রশ্ন এ সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষের। শনিবার (২২ জুন) সকালে নয়াবাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন বাচ্চু বড়ুয়া।