নগরের স্বাস্থ্য কেন্দ্রগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

0

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে যাতে কোনো শিশু বাদ না পড়ে সেজন্য মহানগরের প্রতিটি স্বাস্থ্য সেবাকেন্দ্র রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

শনিবার (২২ জুন) সকাল ৯টায় পাথরঘাটা বান্ডেল রোড সেবক কলোনিতে ক্যাম্পেইন উদ্বোধনকালে এ কথা জানান চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) স্বাস্থ্যশিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী প্রমুখ।

মহানগরের ১৩শ’ স্বাস্থ্য সেবাকেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে ৪ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ক্যাম্পেইন বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী প্রত্যেকটি শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যকেন্দ্র ছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোলপ্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

জয়নিউজ/হিমেল/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM