রাঙামাটিতে আন্তর্জাতিকমানের ক্রিকেট পিচ উপহারের ঘোষণা মেয়রের

0
রাঙামাটি জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিকমানের একটি ক্রিকেট পিচ নিজ অর্থায়নে করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (২১ জুন) রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়নের জন্য অতীতের মতো সার্বিক সহযোগিতা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক জেনারেল মোহাম্মদ শফি কামাল, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রুমান, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সহসভাপতি মামুনুর রশিদ, হাজী কামাল উদ্দিন, সুনীল কান্তি দে, বরুণ বিকাশ দেওয়ান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, তিমির বরণ চৌধুরী, দিদারুল আলম ও দিদারুল আলম মাসুম।
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসুফ রায়হান, রাশেদুল ইসলাম, ইয়াছিন আরাফাত, মহসিন আলী বাদশা, মোশাররফ হোসেন লিটনসহ রাঙামাটি জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগও ছাত্রলীগের নেতারা।
জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM