কালো জামের খাদ্যগুণ অনেক দামী ফলকেও হার মানায়। জুন-জুলাই-আগস্ট, এই তিন মাস চুটিয়ে খেতে পারবেন কালো জাম। এবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জামের ভালো ফলন হয়েছে। শুক্রবার (২১ জুন) ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর ইউনিয়ন থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া