শীর্ষ দৌড়ে জনসন-হান্ট

0

বাকি প্রার্থীদের পেছনে ফেলে কনজারভেটিভ পার্টির নিবন্ধিত সমর্থকদের কাছে পাঠানো ব্যালটে নিজেদের নাম নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের সাবেক-বর্তমান দুই পররাষ্ট্রমন্ত্রী।

টেরিজা মে’র স্থলাভিষিক্ত ঠিক করতে টোরি সাংসদদের সিরিজ ভোট শেষে বরিস জনসন ও জেরমি হান্টই শীর্ষ দুটি স্থান দখল করেছেন বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (২০ জুন) চতুর্থ ও পঞ্চম দফার ভোটে বাদ পড়েছেন শীর্ষ চারে থাকা সাজিদ জাভিদ ও মাইকেল গোভ।

শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর একজনকে বেছে নিতে এখন কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার বা তারও বেশি নিবন্ধিত সদস্য ভোট দেবেন।

নির্বাচিত ব্যক্তি কনজারভেটিভ পার্টির শীর্ষ পদে বসার পাশাপাশি টেরিজা মে’র মেয়াদের বাকি সময়টুকু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

কনজারভেটিভ পার্টির এ বিস্তৃত ভোটের ফল জুলাইয়ের শেষদিকে জানা যেতে পারে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM