ইঞ্জিনিয়ার মোশাররফকে আইইবির সংবর্ধনা

0

সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদক পাওয়ায় সাবেক মন্ত্রী ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে আইইবির সেমিনার হলে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. রফিকুল আলম।

সংবর্ধনা সভায় মোশাররফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর তথ্যচিত্র প্রদর্শিত হয়।

সভায় বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। এরপর দেশের মুক্তির সংগ্রামে রেখেছেন অসামান্য অবদান।

আইইবির সম্মানী সম্পাদক রফিকুল ইসলাম মানিককের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন প্রকৌশলী মো. হারুন, দেলোয়ার মজুমদার, সাদেক মো. চৌধুরী, এ কে এম ফজলুল্লাহ, জ স ম বখতিয়ার, মনজারে খোরশেদ আলম, এম শাহজাহান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান এম এ রশীদ, আইইবি কেন্দ্রীয় সম্মানী সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ইয়াং ইঞ্জিনিয়ার ফোরামের সভাপতি রাজীব বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্মগ্রহণ না করতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি স্বাধীনতা পদক মানুষের জন্য উৎসর্গ করেছি।

জয়নিউজ/পার্থ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM