উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট

0

প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় বছর পর এই সফরে গেলেন শি। দুইদিনের সফরে বৃহস্পতিবার (২০ জুন) তিনি পিয়ংইয়ং পৌঁছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শি।

বেইজিং পিয়ংইয়ংয়ের প্রধান ব্যবসায়িক অংশীদার হলেও, ১৪ বছরের মধ্যে এবারই প্রথম চীনের কোনো প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় গেলেন। এ সফরে শি নিষেধাজ্ঞা জর্জরিত উত্তর কোরিয়ার জন্য বেশকিছু অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জাপানে জি টোয়েন্টি সম্মেলনের এক সপ্তাহ আগে চীনা প্রেসিডেন্টের এ সফরে পিয়ংইয়ং-ওয়াশিংটন সম্পর্কের উত্থান-পতন নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জি টোয়েন্টি সম্মেলনে শি’র সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM