রাউজানে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

0

রাউজানের ডাবুয়ায় ইভটিজিংয়ের দায়ে আবুল হাশেম (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ জুন) বিকালে তাকে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

জানা যায়, ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে মুখ চেপে ধরে পাহাড়ের জঙ্গলের দিকে নিয়ে যায় আবুল হাশেম।

এসময় এলাকার লোকজন তা দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগকে ফোন করে বিষয়টি জানায়।

পরে জোনায়েদ কবির ঘটনাস্থলে এসে আবুল হাশেমকে আটক করে। এসময় তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাউজান থানার ওসিকে।

স্থানীয়রা জানায়, আবুল হাশেম প্রতিনিয়ত স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া-আসার পথে ইভটিজিং করত।

রাউজান থানার এস আই টুটুন মজুমদার জয়নিউজকে বলেন, আবুল হাশেমের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নিযার্তন আইনে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM