রাস্তার এক পাশ দখল করে থাকে বিশাল বিশাল গাড়ি। তাই অন্য পাশ দিয়ে চলাচল করে যানবাহন। কিন্তু রাস্তার সেই পাশটির অবস্থাও করুণ। পুরো রাস্তাজুড়ে ছোট-বড় গর্ত। বৃষ্টি হলেই সেখানে জমে থাকে পানি। এর চেয়ে ভয়াবহ ব্যাপার, পুরো রাস্তাটিই কাদাপানিতে একাকার। প্রথম দেখায় মনে হতে পারে, এটি দুর্গম কোনো এলাকার রাস্তা। না, এটি নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং রোডের সরাইপাড়ার রাস্তা। ছবি: বাচ্চু বড়ুয়া