ব্যাটারি রিকশায় চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

0

নগরের বায়েজিদের বালুচড়া এলাকায় ব্যাটারি রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. শাহেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাত ১২টার দিকে রাজা মিয়া কমিশনারের বাড়ি সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ ওই এলাকার কবির আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, ব্যাটারি রিকশায় চার্জ দিতে গিয়ে  গুরুতর আহত হন শাহেদ। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/পলাশ

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM