ইংলিশ পরীক্ষায় বোলিংয়ে আফগান

0

নিজেদের দেশে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের আশায় দুর্দান্ত দল নিয়ে দারুণ খেলে চলেছে ইংল্যান্ড। আর টানা চার ম্যাচ হেরে বিপর্যস্ত আফগানিস্তান। নিজেদের মুখোমুখি ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ দলপতি ইয়ান মরগান।

মঙ্গলবার (১৮ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান।

বিশ্বকাপে প্রথম চার ম্যাচে তিন জয় আর একটিতে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে ইংলিশরা। অন্যদিকে সমান চার ম্যাচের চারটিতেই হেরে টেবিলের একদম তলানিতে আফগানিস্তান। তাই এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামছে ইংলিশরা।

বিশ্বকাপে একবারই দেখা হয়েছে এই দুই দলের। ২০১৫ বিশ্বকাপের সেই ম্যাচে সহজেই জিতেছিল ইংলিশরা।

জয়নিউজ/পার্থ/পলাশ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM