খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সনাকের মতবিনিময়

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ‘প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার (১৮জুন) বেলা ১২টায় সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সনাকের সভাপতি প্রফেসর বৌধিসত্ব দেওয়ান।

- Advertisement -google news follower

সনাক সদস্য মো. জহুরুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য চিংমেপ্রু মারমা।

বক্তব্য রাখেন প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও দুর্লভ চৌধুরী।

- Advertisement -islamibank

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে টিআইবি কাজ করে যাচ্ছে। দুর্নীতির ধারণা সূচক প্রণয়নের মাধ্যমে বিভিন্ন দেশে দুর্নীতির অবস্থান নির্ণয় ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সনাক।

এসময় বক্তারা টিআইবির কাজের স্বচ্ছতার কথাও তুলে ধরেন।

সভায় খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/সবুজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM