২০ উপজেলায় নির্বাচন চলছে

পঞ্চম ও শেষ ধাপে ২০ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

- Advertisement -

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ১৬ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আগের চার ধাপের স্থগিত হওয়া সাতটি উপজেলা যোগ হয়ে এই সংখ্যা দাঁড়ায় ২৩টিতে।

- Advertisement -google news follower

কিন্তু কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। ফলে আজ নির্বাচন হচ্ছে ২০ উপজেলায়।

এরমধ্যে ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

- Advertisement -islamibank

এর আগে গত ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে ৪শ’ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি ৬৪ প্লাটুন বিজিবি আর র‌্যাবের ৮০টি দল কাজ করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM