মুস্তাফিজের জোড়া আঘাত

চোখ রাঙাছিল বড় স্কোর। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটসম্যান শাই হোপ ও শেমরন হেটমায়ার।

- Advertisement -

তবে দৃশ্যপট পাল্টাতেও সময় লাগেনি। অধিনায়ক মাশরাফি বোলিংয়ে ফেরান দলের মূল বোলার মুস্তাফিজকে

- Advertisement -google news follower

মুস্তাফিজ এসেই দেখান কাটার ম্যাজিক। এক ওভারেই পড়ল দুই উইকেট। সাজঘরে ফিরেছেন হেটমায়ার (৫০) ও আন্দ্রে রাসেল (০)।

এর আগে মাশরাফি-সাইফুদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাইগারদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। শূন্য রানে সাজঘরে ফেরেন গেইল।

- Advertisement -islamibank

সোমবার (১৭ জুন) টন্টনে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা।

ঝড় তোলার আগেই ক্রিস গেইলকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এভিন লুইস ৭০ ও নিকোলাস পুরান ২৫ রান করেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও সাকিব দুটি করে এবং সাইফুদ্দিন নেন এক উইকেট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৮৪ ও জেসন হোল্ডার ১৬ রানে ব্যাট করছেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM