পেকুয়ায় নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

0

পেকুয়ায় দুদিন নিখোঁজ থাকার পর মো. ইসমাঈল (৭৯) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার মৃত এজার মিয়ার ছেলে।

রোববার (১৬ জুন) বিকাল ৪টায় স্থানীয়রা লাশটি সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুদিন আগে বৃদ্ধ ইসমাঈল নিজ বাড়ি থেকে বের হয়ে হওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছিল না। সর্বশেষ রোববার বিকাল সাড়ে ৩টায় স্থানীয়রা কুতুবদিয়া চ্যানেলে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। ৪টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বিকেলে জয়নিউজকে বলেন, লাশটি উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জয়নিউজ/আরডি/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM