গার্মেন্টসে চাকরির প্রতিশ্রুতিতে কিশোরীকে দিয়ে দেহব্যবসা

0

গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে এক কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ জুন) বাকলিয়ার আলেক্কা রোডের নুর বেগম আবাসিকের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৩২), জাহানারা বেগম (৩৩) ও মো. খোকন (২৮)।

এসময় ভিকটিম (ছদ্মনাম) কোহিনুর আক্তারকে (১৫) উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জয়নিউজকে বলেন, গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ওই কিশোরীকে একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। এরপর তাকে দেহব্যবসায় বাধ্য করে গ্রেপ্তারকৃতরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

জয়নিউজ/রুবেল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM