রোহিতের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেনি তার বোলাররা। বেধড়ক পিটিয়ে ২৪তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেছেন রোহিত শর্মা। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত।

- Advertisement -

এ রিপোর্ট লেখা অবধি, ৩৬ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১৫ রান। উইকেটে আছেন ওপেনার রোহিত শর্মা (১২৬) এবং দলপতি বিরাট কোহলি (২৬)।

- Advertisement -google news follower

সোমবার (১৬ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ওপেনিংয়ে নেমে রোহিত শর্মা আর লোকেশ রাহুল তুলে নেন ১৩৬ রান। ইনিংসের ২৪তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে রাহুল করেন ৫৭ রান। তার ৭৮ বলের ইনিংসে ছিল তিনটি চার আর দুটি ছক্কার মার।

- Advertisement -islamibank

৩৪ বলে ফিফটি পূর্ণ করেন ওয়ানডেতে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। ৮৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।

জয়নিউজ/পিপিএন/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM