চিকিৎসকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও চিকিৎসক নেতৃবৃন্দের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ ও ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ।

রোববার (১৬ জুন) সকালে চমেকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারী চিকিৎসক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনা ও মামলা প্রত্যাহারের দাবি জানান সংগঠন দুটির নেতারা।

জয়নিউজ/পার্থ/পলাশ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM