তীব্র দাবদাহে বিহারে ৪০ জনের মৃত্যু

ভারতের বিহারে তীব্র দাবদাহে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) রাজ্যটির আওরঙ্গাবাদ, গয়া ও নাওয়াদা জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে শুধু আওরঙ্গাবাদ জেলায় মৃত্যু হয়েছে ২৭ জনের।

- Advertisement -

আওরঙ্গাবাদ সরকারি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও অনেক মানুষ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -google news follower

যারা মারা গেছে তাদের সবাই উচ্চ তাপমাত্রাজনিত জ্বরে ভুগছিলেন বলে জানান এই চিকিৎসক।

এদিকে গয়া জেলায় হিট স্ট্রোকে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

- Advertisement -islamibank

চলতি বছর ভারতের অধিকাংশ অঞ্চলের বাসিন্দা দিন পার করছে তীব্র তাপপ্রবাহে। উত্তর ভারতের চারটি শহর, রাজধানী দিল্লি, রাজস্থানের চুরু এবং উত্তর প্রদেশের বানডা ও এলাহাবাদের তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

এরমধ্যে বিহারে তীব্র গরমে দেখা দিয়েছে এনসেফেলাইটিসের প্রাদুর্ভাব। এই রোগে চলতি মাসে রাজ্যটিতে ৭০ এর বেশি শিশুর মৃত্যু হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM