তবে কি বরফ গলছে!

0

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে একই সম্মেলনে গিয়েও একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ জুন) হঠাৎ মুখোমুখি হন নরেন্দ্র মোদি ও ইমরান খান। এতে কিছুটা হলেও বরফ গলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্রের খবর, শুক্রবার সামিটে এসে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদি ও ইমরান খান। আর এ খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। তবে কি সকলের অগোচরে কোনো জরুরি বৈঠক সেরেছেন তাঁরা! তবে পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়, দুই রাষ্ট্রনেতার মধ্যে কুশল বিনিময় হয়েছে।

এই কথোপকথনকে কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ বলে মানতে নারাজ বিশিষ্টমহল। তাদের দাবি, এই সুযোগে হয়তো কোনো জরুরি বৈঠক সেরেছেন তাঁরা।

কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সূত্রে বলা হয়েছে, এটা সৌজন্য সাক্ষাৎ। তাই অযথা এই খবরকে বিকৃত না করাই ভালো।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM