আজ আষাঢ়ের প্রথম দিন। চেনা রূপ নিয়েই প্রথম দিনে হাজির আষাঢ়। কালো মেঘে আকাশ ঢেকে এলো তুমুল বৃষ্টি। গ্রীষ্মে গরমের অসহ্য যাতনা শেষে এ যেন স্বস্তির আষাঢ়। শনিবার (১৫ জুন) দুপুর ২টায় নগরের জামালখান থেকে ছবিগুলো ক্যামেরাবন্দি করেন জয়নিউজের নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক