কেন নতুন ভাষা রপ্ত করছেন সানি?

0

হিন্দি ও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন সানি লিওন। রপ্ত করেছেন পাঞ্জাবি ভাষাও। আর এখন উত্তরপ্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন! নতুন এ ভাষা রপ্ত করার কারণ কী?

সানির আসন্ন ছবি ‘কোকোকোলা’ হরর-কমেডি ঘরানার। উত্তরপ্রদেশের ব্যাকগ্রাউন্ডে এগোবে ছবির গল্প। এ কারণেই উত্তরপ্রদেশের স্থানীয় ভাষার ভঙ্গিমা আলাদা করে শিখছেন সানি। ছবির শুটিং শুরু হবে আগামী মাস থেকে।

এ প্রসঙ্গে সানি সাংবাদিকদের বলেন, আমি সবসময় খোলা মনে কাজ করি। ভাষা হোক বা অন্য কিছু, নতুন করে শিখতে আমার কোনো অসুবিধা নেই। অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাই। উচ্চারণ ঠিক করতে আমি আলাদা করে পরিশ্রম করছি।

জয়নিউজ/হিমেল

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM