চীনে বন্যায় নিহত ৬১

0

ভারি বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কমপক্ষে ৬১ জনের প্রাণহানি ঘটেছে। এতে ঘরছাড়া হয়েছে প্রায় সাড়ে ৩ লাখের বেশি মানুষ। সোমবার (১০ জুন) থেকে শুরু হওয়া এ বন্যায় ভেসে গেছে কোটি কোটি একর জমির ফসল।

দেশটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ১৯৩ কোটি ডলার।

গুয়াংজু প্রদেশ থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের ইয়াংতজ নদী পর্যন্ত এই বন্যার বিস্তৃতি। বন্যা পরিস্থিতি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

চীনের উত্তরাঞ্চল গ্রীষ্মকালে খরার কবলে পড়ে এবং দক্ষিণাঞ্চলে এসময় বন্যা দেখা দেয়।- রয়টার্স

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM