বৃষ্টি বাধায় বাতিল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

এবারের বিশ্বকাপে বৃষ্টির বাধায় একের পর এক ম্যাচ বাতিলের খাতায় যোগ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আবহাওয়ার পূর্বাভাসই সত্য হল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। বৃষ্টির কারণে টস পর্যন্ত করা যায়নি। আর এতেই প্রথম পয়েন্ট হারাল দুইদল। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।

- Advertisement -

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে এ নিয়ে রেকর্ড চতুর্থ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলো। বাজে এই রেকর্ডের পাল্লা দিন দিন আরও ভারি হচ্ছে। এর আগে ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে সর্বোচ্চ দুটি করে ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছিল।

- Advertisement -google news follower

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ ক্রিকেট গ্রাউন্ডে এদিন মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ডের। তবে প্রবল বৃষ্টি, বাতাস ও ভেজা আউটফিল্ডের কারণে আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

জয়নিউজ/পিপিএন/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM