নগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

0

নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে শনিবার (২২ জুন)।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এ উপলক্ষে সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক। বিশেষ অতিথি ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম।

চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেমন মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ মুখার্জি, চসিক মোস্তফা হাকিম মাতৃসদনের মেডিকেল ইনচার্জ ডা. মোহাম্মদ নাছিম ভূঁইয়া, ডা. তৌহিদুল আলম, সিনিয়র কনসালটেন্ট সুশান্ত বড়ুয়া, ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডা. মোঃ হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. মুজিবুল আলম চৌধুরী।

সভায় দেওয়ান বাজার ইপিআই জোনের জোনাল অফিসার তপন কুমার চক্রবর্তী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপকারিতা সম্পর্কে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

জয়নিউজ/এইচডি/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM