অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

নগরের তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ঔষধ প্রশাসনের লাইসেন্সের র্শত অমান্য করে ব্যবসা পরিচালনা এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।

- Advertisement -

বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

এসময় সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, অভিযানে ঔষধ প্রশাসন কর্তৃক ইসুকৃত লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার ব্যাপারে সর্তক করা হয়।

- Advertisement -islamibank

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরানসহ সিএমপির সদস্যরা।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM