দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

লেবানন ও ইরানে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

- Advertisement -

তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

- Advertisement -google news follower

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে এপ্রিলে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।

এর মধ্যে এ কে এম মুজিবর রহমান ভূঁইয়াকে নৈতিক স্খলনের অভিযোগে এবং আবদুল মোতালেব সরকারকে আর্থিক অনিয়মের অভিযোগে ফিরিয়ে আনা হচ্ছে।

- Advertisement -islamibank

আবদুল মোতালেব সরকার রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM