লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

0

লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন ও তামিম হোসেন তারা সম্পর্কে মামা-ভাগ্নে। নিহত সুমন উপজেলার আইয়েনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ও তামিম পার্শ্ববর্তী চাটখিলের শাহাপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন রাতে দোকান বন্ধ করে তার ভাগ্নে তামিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যুগী বাড়ির সামনে একটি নসিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় গুরুতর আহত সুমনকে রামগঞ্জ ফেমাস হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জয়নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/আতোয়ার/বিশু
আরও পড়ুন
লোড হচ্ছে...
×