নাইকো মামলায় খালেদাকে হাজিরে পরোয়ানা

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১১ অক্টোবর কারাগার থেকে আদালতে হাজির করার আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর এ আদেশ দেন।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন সড়কের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এদিন এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও অন্য মামলায় খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

মামলার অপর দুই আসামি ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম) এবং সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী নূরুজ্জামান তপন বলেন, শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন।

এই শুনানি ‘শেষ বারের মত’ পেছানো হচ্ছে জানিয়ে ১১ অক্টোবর নতুন তারিখ রাখেন বিচারক।

সেই সঙ্গে খালেদা জিয়াকে সেদিন কারাগার থেকে আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়না (প্রডাকশন ওয়ারেন্ট) জারির নির্দেশ দেয় আদালত।

এসআই/জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM