বাংলাদেশের জয় অঘটন নয়: প্ল্যাঙ্কেট

0

বাংলাদেশের জয় এখন আর অঘটন নয়, বলেছেন লিয়াম প্ল্যাঙ্কেট। শনিবারের ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার এমন মন্তব্য করেন তিনি।

ইংল্যান্ডের এই পেসার মনে করেন, যোগ্যতম দল হিসেবেই ২ জুনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ।

প্ল্যাঙ্কেট বলেন, আমরা দেখেছি বাংলাদেশ কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ওই জয়কে মোটেও অঘটন বলা যায় না। বাংলাদেশ অনেক শক্তিশালী দল।

শনিবার (৮ জুন) ইংল্যান্ড-বাংলাদেশ কার্ডিফে একে অন্যের মুখোমুখি হচ্ছে কার্ডিফে।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM