লাওসকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

বিশ্বকাপ প্রাক–বাছাইপর্ব

0

বিশ্বকাপ ফুটবলের প্রাক–বাছাইপর্বের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। ভিয়েনতিয়েনে লাওসকে ১–০ গোল হারায় জামাল ভূঁইয়ার দল।

এই জয়ে মূল বাছাইপর্বের পথে একধাপ এগিয়ে গেছে জেমি ডের দল।

অধিনায়ক জামালের লং থ্রু থেকে ম্যাচের ৭২ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন তরুণ স্ট্রাইকার রবিউল ইসলাম।

ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই ছিল বাংলাদেশের। বাংলাদেশের স্ট্রাইকাররা একের পর এক আক্রমণে লাওসের রক্ষণভাগ বিপর্যস্ত করলেও ৭১ মিনিটের আগ পর্যন্ত গোলের দেখা পাননি।

অবশ্য লাওসও সুযোগ পেয়েছিল। তবে বাংলাদেশের গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়রা আস্থার সঙ্গে বিপদ সামাল দিয়েছেন।

ঢাকায় আগামী ১১ জুন লাওসের সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচ। সে ম্যাচে ড্র করলেই মূল বাছাইপর্বে খেলার সুযোগ হয়ে যাবে।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM