হাউসফুল ‘ভারত’

0

ঈদ উপলক্ষে বুধবার (৫ জুন) ভারতসহ বিশ্বের ৭০টি দেশে মুক্তি পেয়েছে সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘ভারত’। মুক্তির প্রথমদিনই বক্স অফিস কাঁপিয়েছে সিনেমাটি।

বুধবার মুক্তি পেলেও অনেক আগেই এ ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আর প্রথমদিনই সিনেমা হলগুলো ছিল হাউসফুল। ভারতে সাড়ে চার হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ভারত৷ এ ক্রেজ বেশ কিছুদিন থাকবে বলে ধারনা করা হচ্ছে।

এক চিত্র সমালোচক বলেন, দুবাই-অস্ট্রেলিয়া অনেক দেশেই এটি সবচেয়ে বড় রিলিজ।

আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও রয়েছেন টাবু, সুনীল গ্রোভার, দিশা পাটানি, সতীশ কৌশিক, জ্যাকি শ্রফ প্রমুখ।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’ এর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘ভারত’৷

জয়নিউজ/আরসি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×