ঈদে চাই নতুন পোশাক, সঙ্গে চাই জুতা। তাই নগরের মানুষ কাপড়ের দোকানগুলোর পাশাপাশি ভিড় করছেন জুতার শো-রুমেও। তবে শুধু শো-রুম নয়, ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানেও চলছে জমজমাট বিকিকিনি। নগরের নিউমার্কেট এলাকার ফুটপাত থেকে মঙ্গলবার (৪ জুন) ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া