সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

0

নগরের বাকলিয়ার তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

শনিবার (১ জুন) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল তামজিদ আলম তুফান (২৮), মো. ইব্রাহিম (৪৭), মো. জাহান খান সুমন (২৮) ও মো. জয়নাল আবেদীন (৩২)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছে পরিকল্পিতভাবে তারা নগরের বিভিন্ন এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জয়নিউজ/রুবেল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM