ইংল্যান্ডের ওভালে লড়ছে ১১ বাঘ। আর সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি বাঙালি উন্মুখ হয়ে সেই খেলা দেখছেন টিভি পর্দায়। ওভাল থেকে টিভি স্ক্রিন, একই আবেগ। প্রত্যাশা একটাই, বাংলাদেশের জয়। নগরের জামালখানের একটি ইলেক্ট্রনিক্স পণ্যের শো-রুমের সামনে থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া