ভূমধ্যসাগরে আটকা পড়েছে ৬৪ বাংলাদেশি

মানবাধিকার সংস্থা এফটিডিইএস জানিয়েছে, ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৭৫ অভিবাসীবাহী একটি নৌকাকে বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না। ওই অভিবাসীদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি আছে বলে জানা গেছে।

- Advertisement -

সংস্থাটি জানায়, বিকল ইঞ্জিন নিয়ে ভূমধ্যসাগরে ভাসার সময় অভিবাসীবাহী নৌকাটিকে তিউনিসিয়া কর্তৃপক্ষ আটকে দেয়। পরে মিশরের একটি টাগ বোট দিয়ে তাদের জাহাজে নিয়ে আসা হয়।

- Advertisement -google news follower

এ ব্যাপারে জাহাজের নাবিক জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের জাহাজে আশ্রয় দেওয়া হলেও তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিস বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর মাত্র দু’দিনের খাবার ও পানি আছে বলেও জানান তিনি।

জাহাজটিতে ৬৪ বাংলাদেশি ছাড়াও মিশরের ৯ জন, মরক্কোর ১ জন ও সুদানের ১ জন নাগরিক রয়েছে।

- Advertisement -islamibank

স্থানীয় সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া নতুন কোনো অভিবাসীকে গ্রহণ করতে পারবে না তারা।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM