মার্কিন ভিসায় নতুন নিয়ম চালু

যুক্তরাষ্ট্রের নতুন আইনে এখন থেকে সে দেশের ভিসার জন্য প্রায় সব আবেদনকারীকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

- Advertisement -

মার্কিন পররাষ্ট্র দফতরের নতুন নিয়মে বলা হয়েছে, আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত নাম এবং গত পাঁচ বছর যাবত ব্যবহার করছে এমন ই-মেইল এবং ফোন নম্বর জমা দিতে হবে।

- Advertisement -google news follower

গত বছর ভিসার ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রস্তাব করা হয়। সে সময় মার্কিন পররাষ্ট্র দফতর হিসেব করে দেখেছিল যে, এর ফলে এক কোটি ৪৭ লাখ মানুষ প্রভাবিত হবে।

তবে কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে সবসময় এই কঠোর ব্যবস্থা প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রে ভ্রমণ কিংবা পড়াশুনার জন্য যারা যেতে আগ্রহী তাদের তথ্য জমা দিতে হবে।

- Advertisement -islamibank

সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে কেউ যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তাকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

আর কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে তাহলে সেটি উল্লেখ করার সুযোগ থাকবে ভিসা আবেদন ফর্মে।
২০১৮ সালের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন নতুন এই নিয়ম প্রস্তাব করেছিল।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM