শেষ ষোলোতে জোকোভিচ

0

যুক্তরাষ্ট্র ওপেনে চতুর্থ রাউন্ডে সহজ জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলেন টেনিস পুরুষের সাবেক নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। রিচার্ড গ্যাসকুয়েটের বিপক্ষে প্রথম তিন সেট জিতেই পরের ধাপে পা রাখেন তিনি।

ফরাসি তারকা গ্যাসকুয়েটের বিপক্ষে আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলতে নামেন ১৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। তবে পুরো ম্যাচে দাপট দেখিয়ে ৬-২, ৬-৩ ও ৬-৩ গেমে জয় তুলে নেন এই সার্বিয়ান।

ফ্লাশিং মিডোসে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের জোয়াও সোউসার মুখোমুখি হবেন জোকোভিচ।

জয়নিউজ/এসআই

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM