ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর গুলি, নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে।

- Advertisement -

সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির এক সরকারি কর্মী, জানিয়েছে পুলিশ। তার নাম প্রকাশ করা হয়নি, তবে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর তার মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

- Advertisement -google news follower

শুক্রবার (৩১ মে) বিকাল ৪টার দিকে ভার্জিনিয়ার মিউনিসিপ্যাল সেন্টারে শুরু হওয়া এ ‘ম্যাস শুটিংয়ে’ এক পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছে।

ওই মিউনিসিপ্যাল সেন্টারে শহর কর্তৃপক্ষের বেশ কয়েকটি ভবন অবস্থিত। গুলির খবর পেয়ে পুলিশ ভবনগুলো ঘিরে ফেলে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনার কাজ শুরু করে।

- Advertisement -islamibank

বন্দুকধারী পরে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ভার্জিনিয়ার পুলিশপ্রধান জেমস কারভেরা।

সরকারি ভবনে বন্দুকধারীর এই হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস।

ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM