ক্যারিবীয় পেস আগুনে পর্যুদস্ত পাকিস্তান

0

ক্যারিবীয় পেসারদের ‘কামান’ থেকে ছুটে আসছিল একের পর এক আগুনে তোপ। গতির ঝড় তুলছিলেন ওয়েস্ট ইন্ডিজের চার পেসার। চারজনের ১০ শিকারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

আগুন ছিল ক্যারিবীয়দের ব্যাটেও। গেইল-পুরান ঝড়ে মাত্র ১৩ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায় জেসন হোল্ডারের দল।

নটিংহ্যামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। সর্বোচ্চ রান ছিল ফখর জামান-বাবর আজমের, সেই ইনিংস দুটিও ছিল মাত্র ২২ রানের। এছাড়া দুই অংকের ঘর পার করেন আর মাত্র দুইজন, অলরাউন্ডার মো. হাফিজ (১৬) ও পেসার ওয়াহাব রিয়াজ (১৮)।

ওশান থমাস ২৭ রানে ৪ উইকেট, জেসন হোল্ডার ৪২ রানে ৩ ও আন্দ্রে রাসেল ৪ রানে ২ উইকেট নেন।

জবাবে বলের সঙ্গে তাল মিলিয়ে ঝড় চালিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ক্রিস গেইল করেন অর্ধশতক। তার ৩৪ বলের ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি চারের মার।

এরপর শুরু হয় নিকোলাস পুরান ঝড়। ১৯ বলে ৩৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পুরান।

ম্যান অব দ্যা ম্যাচ হন ওশান থমাস।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM