রোনালদোকে ছাড়িয়ে বেনজেমা

0
লা লিগায় সবচেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ডে সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন করিম বেনজেমা। স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৩টি ক্লাবের বিপক্ষে গোল করেছেন ফরাসি এই স্ট্রাইকার।
শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লেগানেসকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে নিজের দুই গোলের প্রথমটি করে এই কীর্তিটি গড়েন বেনজেমা।

লা লিগায় ৩৩ ক্লাবের বিপক্ষে মোট ১৩১ গোল করেছেন বেনজেমা।

জুলাইয়ে ইউভেন্তুসে পাড়ি জমানো রোনালদো আরেকটি জায়গায় যা পারেননি তাই করে দেখিয়েছেন বেনজেমা। লিগে যে ৩৩ দলের মুখোমুখি হয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড তার মধ্যে এই লেগানেসের বিপক্ষে কেবল গোল করতে পারেননি তিনি।

২০১৮-১৯ মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন বেনজেমা। লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে চার গোল করেছেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।

এসআই/জেডএইচ

 

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM