বিআরটিএ থেকে গ্রেপ্তার ৬ দালালকে কারাদণ্ড

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রামের অফিস থেকে গ্রেপ্তার ছয় দালালকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর, এসএম মনজুরুল হক ও সোহেল রানার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ১৫ জনকে আটক করে। পরে দোষি প্রমাণিত হওয়ায় ৬ জনকে শাস্তি দেওয়া হয়।

- Advertisement -google news follower

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল খায়ের (৫২), মো. খোরশেদ (৫০), মো. শাহ আলম (৪০), মো. জানে আলম (৩৮), মো. মহসীন চৌধুরী (২৬) ও মো. মুন্না (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর জয়নিউজকে বলেন, যৌথ অভিযানের সময় দালালরা পালাতে গেলে পুলিশ ধাওয়া করে ১৫ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর ৬ জন তাদের দোষ স্বীকার করলে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জয়নিউজ/পার্থ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM