ধর্ষণের শিকার ১০ বছরের শিশু, অভিযুক্তকে গণপিটুনি

0

নগরে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের এক শিশু । গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার (২ সেপ্টম্বর) দুপুরের নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে মোঃ হারুন (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলকাবাসী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে খুলশী থানা পুলিশ।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু নাসের জয়নিউজকে জানান, লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় ধর্ষনের অভিযোগ তুলে হারুন নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ভিকটিম এবং অভিযুক্ত দুই জনই গুরুতর আহত। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM