কোপায় ব্রাজিলের অধিনায়ক আলভেজ

0

কোপা আমেরিকা ফুটবলে নেইমারের পরিবর্তে ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দানি আলভেজ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের কোচ তিতে নেইমারকে ব্রাজিল দলের স্থায়ী অধিনায়ক করেছিলেন।

সোমবার (২৭ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায় শনিবার (২৫ মে) নেইমারের সঙ্গে যোগাযোগ করেই তিতে এই সিদ্ধান্ত নেন।

বর্তমানে নেইমার পিএসজি’র হয়ে তিন ম্যাচের নিষেজ্ঞায় আছেন। ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের এক সমর্থকের মারধরের কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আগামী ১৬ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম আসর।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM