দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল ৫ বছর

আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে।

- Advertisement -

সোমবার (২৭ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশোধনী এনে বিদ্যমান আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখনো এর কার্যকারিতা আছে। অনেক স্পর্শকাতর মামলা আছে, যা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

- Advertisement -islamibank

আইনের খসড়ায় বিষয়বস্তুতে কোনো পরিবর্তন করা হয়নি। এই আইনটি হয়েছিল ২০০২ সালে। সেটির মেয়াদ ১৭ বছর শেষ হয়েছে গত এপ্রিলে। এখন এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত এর কার্যকারিতা বৃদ্ধি করা হল।

এ ছাড়া, বৈঠকে ‘আন্তর্জাতিক নৌ দিবস’ কে ‘বিশ্ব নৌ দিবস’ হিসেবে অভিহিত করা এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন বা পালন সংক্রান্ত পরিপত্রের ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM