বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ রোববার (২৬ মে) রাত ২.৫৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মাদামবিবির হাটে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৩ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রনি মিয়াকে আটক করে।

রনি মিয়া (৩১) সরিষাবাড়ি জামালপুরের মো. লস্কর মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রনি মিয়া দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে বিক্রি করতো।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

আটক রনি মিয়াকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM