ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে উত্তর জেলা ছাত্রলীগের স্মারকলিপি

0

সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।

রোববার (২৬ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর নেতৃত্বে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে মধ্যস্থতাকারী সুবিধাভোগীদের কাছ থেকে নয়, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকায় (প্রতি মন ১০৪০ টাকা) ধান কেনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এতে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করারও দাবি জানানো হয়।

জয়নিউজ/রিফাত/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM